বাংলাদেশে এসেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ার কাবরেরা। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। এ মুহূর্তে জাতীয় দলের খেলা না থাকায় বেশ ছুটির মেজাজে আছেন কোচ৷ ক্লাব পরিদর্শন করছেন তিনি।
গতকাল মঙ্গলবার সাইফ স্পোর্টিংয়ে যান এই স্প্যানিশ কোচ। সেখানে গিয়েই জামাল ভূঁইয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন তিনি। অধিনায়ককে জানিয়েছেন নিজের প্রত্যাশার কথা।
কাবরেরা গণমাধ্যমকে বলেন, “দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যে ভালো যোগাযোগ তৈরি করে। দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জোগানোর কাজটিও করে অধিনায়ক। এ ধরনের গুণাবলিই একজন অধিনায়কের মধ্যে আমি প্রত্যাশা করি।”
সাইফ স্পোর্টিং ক্লাব নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেন এই কোচ। তিনি বলেন, “আমি দেখলাম ক্লাবটি (সাইফ স্পোর্টিং ক্লাব) খুবই গোছালো এবং অবকাঠামোর দিক থেকেও উন্নত। ক্লাবটির টেকনিক্যাল টিমও ভালো। তাদের অনুশীলন দেখলাম। খেলোয়াড়রা বেশ ভালোই অনুশীলন করছে এবং তারা খুব পরিশ্রমী।”